ভাইজার হাব ওয়েব ডেভেলপমেন্ট কোর্স
ভাইজার হাব এর এই কোর্সটিতে ওয়েব ডেভেলপমেন্টের একেবারে বেসিক থেকে শুরু করে কিভাবে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে হয় সেটা শিখানো হবে। এটি ৩মাসের একটি অফলঅইন কোর্স – যেখানে প্রতি সপ্তাহে ২টি করে ক্লাস নেয়া হবে। নির্দিষ্ট সময় পরপর পরীক্ষা নেয়া হবে এবং কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট প্রদান করা হবে। যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে অনলাইন কিংবা অফলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী তারা কোর্সটিতে এনরোল করতে পারেন।